
শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় সদর উপজেলা মডেল মসজিদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আঃ রাজ্জাক সরদার; বিশেষ অতিথি শরীয়তপুর জনতা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক আবু সালাম, শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ লুৎফর রহমান সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।