Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

March 11, 2025 02:29:05 PM   অনলাইন ডেস্ক
শরীয়তপুরে নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
শরিয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে  জোয়ারের পানিতে মেঘনা নদী থেকে মরদেহ দুইটি ভেসে এসেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীতে ভেসে আসে অজ্ঞাত এক নারী ও শিশুর মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ জয়ন্তী নদীর চরে আটকে থাকা মরদেহ দুইটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। মরদেহ দুইটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিকেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দল ঢাকা থেকে রওনা করেছে মরদেহ দুইটির পরিচয় শনাক্ত করার জন্য।

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, মশুরগাঁও গ্রামের জয়ন্তিকা নদীর তীরে এক অজ্ঞাত মহিলার  ও এক শিশুর মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।