
একই ছাতার নিচে সকল সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ভোজেশ্বর শাখা, আঙ্গারিয়া উপ-শাখা ও শরীয়তপুর শাখারয় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) স্থানীয় গ্রাহকদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান মো. হাফিজুর রহমান সরদার। এছাড়া উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক শরীয়তপুর শাখা, ভোজেশ্বর শাখা ও আঙ্গারিয়া উপ-শাখার সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ীবৃন্দ।
তিনটি পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক শরীয়তপুর শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, ভোজেশ্বর শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ এবং আঙ্গারিয়া উপ-শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান।
অনুষ্ঠান শুরু হয় সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে। প্রধান অতিথি হাফিজুর রহমান তার বক্তব্যে প্রচলিত ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি পূবালী ব্যাংকের বর্তমান অবস্থান তুলে ধরে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকগণ পূবালী ব্যাংকের বর্তমান সুনাম ও সেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ইসলামিক ব্যাংকিং কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।