Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে বিঝারী উপসী তারা প্রশন্ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

শরীয়তপুরে বিঝারী উপসী তারা প্রশন্ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

February 25, 2025 08:54:37 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে বিঝারী উপসী তারা প্রশন্ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শরীয়তপুরের নড়িয়া উপজেলাধীন বিধারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. সালাউদ্দিন ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) শামসুর রহমান খান।

Screenshot_3-58
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম), নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, শরীয়তপুর জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা এবং নড়িয়া থানার ওসি মোঃ আসলাম উদ্দিন মোল্লা।

দুই দিনব্যাপী এই আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, বিধারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় ১৮৯৮ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।