
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবস্থিত ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন গোরাপির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী সদস্যও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন ছৈয়ালসহ বিভিন্ন নেতাকর্মীরা।
২ দিনব্যাপী অনুষ্ঠান বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য যে, ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়টি ১৯৭৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।