
শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। যারা মামলা নং ১৪, তারিখ- ১১/০৩/২০২৫, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড।
পুলিশ জানায়, গত ৯ মার্চ রাত ১১টা থেকে ১০ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা মন্দিরের গ্রিল ভেঙে প্রবেশ করে মূল্যবান প্রতিমা ও ধর্মীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় পুলিশের তদন্তে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পলাশ ফকির, শুকুর আলী, মো. রুপচাঁদ শেখ ও লোকমান হোসেন। পলাশ ফকির প্রথমে গ্রেফতার হলে সে জিজ্ঞাসাবাদে অপর আসামিদের নাম প্রকাশ করে এবং স্বীকার করে যে, চুরি করা মালামাল সাত হাজার টাকায় বিক্রি করেছে। পরে পুলিশের অভিযান চালিয়ে শুকুর আলী, মো. রুপচাঁদ শেখ ও কানাইকে কুষ্টিয়ার দড়ি কমলাপুর থেকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, তদন্ত চলাকালে গ্রেফতারকৃত আসামিরা চুরির ঘটনায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একাধিক পিতল ও তামার প্রতিমা, পিতলের ঘন্টা, ধুতি, প্রদীপ, সর্পমূর্তি, জলঘট, পাত্রসহ ধর্মীয় সামগ্রী। গ্রেফতারকৃত চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শরীয়তপুর জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।