Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল প্রতিরোধে অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল প্রতিরোধে অভিযান

November 20, 2024 06:45:44 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল প্রতিরোধে অভিযান

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার এলাকায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চলাচল প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চলে।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আহসান হাবিবের নেতৃত্বে শরীয়তপুর জেলা ট্রাফিক বিভাগ ও নড়িয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় ১৭টি গাড়িকে মামলা দেওয়া হয়। এর মধ্যে ৯টি গাড়ি আটক রাখা হয়েছে।স্থানীয়রা জেলা পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান চালালে অনিয়ম ও আইন ভঙ্গের প্রবণতা হ্রাস পাবে এবং গাড়ি চুরির ঘটনাও কমে যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব দেশেরপত্রকে বলেন, "আমাদের উদ্দেশ্য শুধু মামলা দেওয়া নয়, আমরা চাই মানুষ আইন মেনে নিরাপদে রাস্তায় চলাচল করুক। একজনের আইন ভঙ্গ কিংবা অতিরিক্ত গতির কারণে অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই আমাদের লক্ষ্য।"

তিনি আরও বলেন, "আমরা আশা করি, এ ধরনের অভিযান মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং সবাই দেশের আইন মেনে চলবে।" এই ধরনের অভিযান আইন শৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।