Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে রাসেল সরদার হত্যাকাণ্ডের প্রধান আসামি মনির ফকির গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে রাসেল সরদার হত্যাকাণ্ডের প্রধান আসামি মনির ফকির গ্রেপ্তার

October 06, 2024 07:46:21 PM   নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে রাসেল সরদার হত্যাকাণ্ডের প্রধান আসামি মনির ফকির গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল সরদার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম প্রধান আসামি মনির ফকিরকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৭ সেপ্টেম্বর শরীয়তপুরের ডামুড্যা থানাধীন কানাইকাঠি এলাকায় রাসেল সরদারকে সঙ্ঘবদ্ধভাবে চাপাতি, ছুরি ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। মনির ফকিরের নেতৃত্বে হামলার সময় রাসেলের মাথায় গুরুতর আঘাত করা হয়, এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

ঘটনার পর রাসেলের ভাই ওয়াসিম সরদার মনির ফকিরসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-০৮ এর সহযোগিতায় ৬ অক্টোবর দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় অভিযান চালিয়ে মনির ফকিরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ফকির রাসেল সরদার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।