Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই

February 14, 2025 11:56:40 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে আগুন লেগে এক এলাকায় ১৭টি ঘর ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় বাসিন্দারা শীতের গরম কাপড়ও রক্ষা করতে পারেননি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পার্শ্ববর্তী লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ১০টি বসতঘরসহ ৭টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আসবাবপত্র, চাল, ডাল, শিক্ষার্থীদের পড়ার বইসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তাদের আসতে আসতে সবগুলো ঘর পুড়ে গেছে।

ভুক্তভোগী রাজ্জাক বেপারী বলেন, “আমার ঘরে ৯০ হাজার টাকার ব্যবসার সিলভারের জিনিসপত্র ছিল এবং নগদ দেড় লক্ষ টাকা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। থাকার জায়গাটুকুও নাই আমাদের।”

আরেক ভুক্তভোগী সুজন বেপারী জানান, “আমি কিস্তিতে দুই লক্ষ টাকা আনছিলাম। একটা টাকাও নাই, সব পুড়ে গেছে। আমার বউয়ের গয়না সহ বাচ্চাদের পড়ার বই সব পুড়ে গেছে।”

স্থানীয় স্কুল মাস্টার আক্কাস আলী বলেন, “এই দশটি পরিবারের মাথা গোঁজার জায়গা রইল না। বাচ্চাদের পড়ার বই, ব্যাগ সহ সব পুড়ে গেছে। সরকার যদি কিছু করে তাহলে তাদের থাকার মতো জায়গাটুকু হবে।”

স্থানীয় বাসিন্দা আকলিমা জানান, ওই বাড়িগুলোর সকলেই দাওয়াতে গিয়েছিল। আগুন লাগার পর দ্রুত সময়ের মধ্যে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। তাদের সংসারের সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় রয়েছেন।

শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী বলেন, “আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল দেয়া হবে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের সরকারি সহায়তা দেয়া হবে।”