Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারি গ্রেফতার

December 15, 2024 07:25:29 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারি গ্রেফতার

শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারিকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

গত নভেম্বর মাসে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের একটি সড়কের পাশে দশটি কালো ব্যাগভর্তি ১২৩টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করেছিল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভার চর পালং এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ বাচ্চু বেপারীকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “গত মাসে ধানকাঠি এলাকায় উদ্ধার হওয়া ১২৩টি ককটেলের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”