Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়াটারে অগ্নিকাণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়াটারে অগ্নিকাণ্ড

February 15, 2025 07:23:25 PM   স্টাফ রিপোর্টার
শরিয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়াটারে অগ্নিকাণ্ড

শরিয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়াটারের একটি কক্ষে মোবাইলের চার্জার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষত ক্ষতি হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, শরিয়তপুর সদর হাসপাতালের যমুনা নার্সিং কোয়াটারের দ্বিতীয় তলায় একটি কক্ষে মোবাইল চার্জার থেকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কক্ষে আগুন লেগেছে সে কক্ষে থাকতেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তারের পরিবার।

অগ্নিকাণ্ডের ঘটনায় তার রুমে থাকা এসি, খাট, লেপতোশক আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানতে চাইলে শরিয়তপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, মোবাইলের চার্জার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। তবে এ সময় কক্ষে থাকা প্রায় ২ লাখ টাকার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।