
স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের আঙ্গারিয়া এলাকায় ডাকাতদের গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ View websiteফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্পিডবোট যোগে একদল ডাকাত শরীয়তপুরের সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনার পর ডাকাতির খবর ছড়িয়ে পড়লে রাজগঞ্জ এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে নদীপথ আটকে দেয়। সেই সময়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর সময় স্থানীয়রা ৭ ডাকাতকে ধরতে সক্ষম হন এবং তাদের গণধোলাই দেন উত্তেজিত জনতা।
প্রথমে আহত অবস্থায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসকরা দুই জন ডাকাতকে মৃত ঘোষণা করেন। শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “ডাকাতির চেষ্টাকালে সাতজন ডাকাতকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”