Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরের ডামুড্যায় অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরের ডামুড্যায় অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

December 13, 2024 11:05:59 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের ডামুড্যায় অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের ডামুড্যায় মেসার্স পাইক (হাওলাদার) ব্রিক্স নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ভাটাটি বন্ধ করে দিয়েছে। বৈধ কাগজপত্র না থাকা এবং পরিবেশ আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি), ডামুড্যা মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে এক্সেভেটর দিয়ে কিলন ভেঙে ফেলা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমানসহ ফায়ার সার্ভিস ও ডামুড্যা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান বলেন, “ইটভাটাটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এটি সম্পূর্ণরূপে পরিবেশ আইন অমান্য করে পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধন ২০১৯ অনুসারে প্রতিষ্ঠানটিকে জরিমানা আদায় করে বন্ধ করে দেওয়া হয়েছে।”

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়।