Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরের ডামুড্যায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরের ডামুড্যায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

November 11, 2024 01:45:54 PM   স্টাফ রিপোর্টার
শরিয়তপুরের ডামুড্যায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ১০টি ব্যাগে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের আকাল বরিচ এলাকা থেকে

স্থানীয়রা জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো কিছু লোক ব্যায়ামের উদ্দেশ্যে বের হলে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় কিছু ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ১০টি ব্যাগে বেশ কিছু ককটেল উদ্ধার করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে ১০টি ব্যাগে বেশ কিছু ককটেল উদ্ধার করেছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে এগুলো ধ্বংস করবে এবং এগুলো বিস্ফোরক কি না তা নিশ্চিত করলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করব।