Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরের নড়িয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরের নড়িয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১

March 12, 2025 09:13:11 PM   স্টাফ রিপোর্টার
শরিয়তপুরের নড়িয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রতন কুমার ঘোষ (৪০), যিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। তিনি ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের সিনিয়র মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে নড়িয়ায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে রতন কুমার ঘোষ মোটরসাইকেলযোগে উপজেলার গোলার বাজার থেকে নড়িয়ার দিকে যাচ্ছিলেন। চাকধ নয়াকান্দি এলাকায় পৌঁছালে তিনি নসিমনটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোর চাপের নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অটো চালক সোহেল নিজেই আহত রতন কুমার ঘোষকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, চাকধ এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে অটো গাড়ি এবং ড্রাইভারকে গ্রেফতার করেছে। মামলার প্রস্তুতি চলছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।