
শরীয়তপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) মোহাম্মদ সরোয়ার হোসেন। শুক্রবার শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটি এবং পুলিশ ফোর্সের কাছ থেকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, "নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমাদের স্থায়ী ফোর্স, মোবাইল ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা কাজ করছে। আনসার ভিডিপির সদস্যরাও নিয়োজিত আছেন, এবং অফিসাররা তাদের তদারকি করছেন। প্রায় প্রত্যেকটি মন্দিরে সিসিটিভি রয়েছে। আমি আশা করি, অত্যন্ত সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হবে।"
এ সময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিবসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, "শারদীয় দুর্গোৎসবের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিটি মণ্ডপে স্থায়ী পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। পাশাপাশি মোবাইল ফোর্স এবং সাদা পোশাকের একটি বিশেষ দল কাজ করছে। আমরা আশা করছি, জেলায় প্রতিটি মন্দিরেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে।"
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানা যায়, ৮ অক্টোবর থেকেই প্রতিটি মন্দিরে স্থায়ী পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং জেলার প্রায় অধিকাংশ মন্দিরই পরিদর্শন করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম।