Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপা জুড়ে বেড়েছে গাঁজার চাষ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপা জুড়ে বেড়েছে গাঁজার চাষ!

May 14, 2024 07:45:50 PM   উপজেলা প্রতিনিধি
শৈলকুপা জুড়ে বেড়েছে গাঁজার চাষ!

শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নের দোহানাগিরাট গ্রাম থেকে বড় সাইজের ৪ টি গাঁঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় লাকু শেখ নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ টি বড় সাইজের গাঁজা গাছ সহ একজনকে আটক করে। গাঁজা গাছসহ আটক লাকু শেখ দোহানাগিরাট (প্রতাপনগর) গ্রামের জামাল শেখের ছেলে।

উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক ওজন হবে ২০ কেজি ও মূল্য হবে ২ লাখ টাকা বলে পুলিশ জানায়। 
সম্প্রতি একের পর এক গাঁজার গাছ উদ্ধার করে চলেছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ উপজেলায় গাঁজার চাষ অনেক হারে বৃদ্ধি পেয়েছে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান,  উপজেলার বেশ কয়েক জায়গা থেকে সম্প্রতি পৃথক অভিযানে অনেক গুলো গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। তার পরও মানুষ লোভে পড়ে এসকল অপরাধে জড়িয়ে পড়ছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।