
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় শৈলকুপা শহীদ মিনার চত্বরে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওসমান আলী বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহ্বায়ক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি মো. আবু তালেব, শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, এবং ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল ও মো. নাজমুল হুসাইন মিলন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও কৃষকদলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন খন্দকার কামরুজ্জামান ও রবিউল ইসলাম।