
শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিকভাবে উপজেলার বৃহৎ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কৃষকদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সদস্য জহির উদ্দিন সেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন মোল্লা ও রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট ইশারত হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, থানা যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম আকুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলীমুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু ও সদস্য সচিব আল-আমিন বিশ্বাস।
এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান মোক্তার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুব জামিল ও সদস্য সচিব খন্দকার কামরুজ্জামানসহ কৃষকদল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশ পরিচালনা করেন কৃষকদলের সদস্য মো. তুহিন হোসেন।
নেতারা বলেন, দীর্ঘদিনের অস্থিতিশীল পরিস্থিতি, হামলা-মামলা ও লুটপাট থেকে বেরিয়ে এসে সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও স্বচ্ছধারার রাজনীতির চর্চায় মনোযোগী হতে হবে।