Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিশু চুরির চেষ্টাকালে যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশু চুরির চেষ্টাকালে যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ

February 18, 2025 05:36:10 PM   জেলা প্রতিনিধি
শিশু চুরির চেষ্টাকালে যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় এক দোকান থেকে ৯ মাস বয়সী এক শিশুকে চুরি করার চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে বাসন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মিন্টু। তিনি পেশায় সাটার মিস্ত্রি এবং উত্তরা ১২ নম্বর খালপাড়ের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে মিন্টু চৌরাস্তার একটি দোকানে গিয়ে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন বিষয়টি দেখে ফেলায় দ্রুত তাকে ধরে ফেলেন।

স্থানীয়রা জানান, প্রথমে শিশুটির গলার চেইন নিয়ে নেয় মিন্টু, এরপর শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে জনতা তাকে আটক করে এবং গণধোলাই দেয়। পরে সে বাচ্চার গলার চেইন চুরির কথা স্বীকার করে।

খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি। শিশু ও তার পরিবার নিরাপদ রয়েছে।”