Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

August 05, 2024 05:39:44 PM   অনলাইন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

 

সোমবার বিকেল ৫টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তবর্তী সরকার গঠনের ঘোষণা দেন।