Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / শহীদ দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শহীদ দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

February 22, 2023 12:17:45 AM   দেশজুড়ে ডেস্ক
শহীদ দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
ইসলামী ফাউন্ডেশন সরিষাবাড়ী’র আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলা মড়েল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী শিক্ষা ক্ষেত্রে উপজেলা মডেল ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বিশেষ অবদান রেখেছেন। এ অবদান অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া করা হয়।

এতে ইসলামী ফাউন্ডেশন সরিষাবাড়ী’র সুভারভাইজার আবু সালেহ ইমরান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বক্তব্য রাখেন।

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উলামা পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সরিষাবাড়ী উপজেলা মড়েল মসজিদের ইমাম আবু সাইদ কাশেমী, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন, ইসলামী ফাউন্ডেশন সরিষাবাড়ী’র মডেল কেয়ার টেকার আব্দুল হাকিম খান, কেয়ার টেকার আল মামুন প্রমুখ।