
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে সদর উপজেলা ঘাগড়া ইউনিয়নের চকনজু মোড়ে স্থানীয় এলাকাবাসী, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় এলাকাবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে এ সময়ে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ডা: মীর্জা হামিদুল হক, বিএমএ সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ গোলন্দাজ তারা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস,মিলন আকন্দ, বর্তমান মেম্বার আনিসুর রহমান হানিফ, মাসুদ রানা, বাদল মিয়া, মাসুদ আহমেদ, শামসুল হক, নুরুল ইসলাম, হাশিম উদ্দিন, রফিকুল ইসলাম, রাজু আহমেদ, হাসিবুল হাসান, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মী এ সময় উপস্হিত ছিলেন। পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কৌশলের কারণে দেশের এত উন্নয়ন হয়েছে। তিনি আওয়ামী লীগের উন্নয়নের কথা তোলে ধরেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনারা তৃনমূলের কর্মী আপনাদের দায়িত্বও অনেক বেশী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃনমূলের নেতাকর্মীদের বেশী প্রাধান্য দিতেন। আপনাদের সরকারের উন্নয়ন গুলো জনসাধারনের মাঝে তোলে ধরতে হবে। একটিচক্র ভুল বুঝিয়ে গোলা পানিতে মাছ শিকার করার জন্য চেণ্টা করছে। আপনাদের সজাগ থাকতে হবে।