Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / শেরপুর জেলা পরিষদ নিবার্চনে কালো টাকা ছড়ানোর অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেরপুর জেলা পরিষদ নিবার্চনে কালো টাকা ছড়ানোর অভিযোগ

October 17, 2022 02:29:21 AM  
শেরপুর জেলা পরিষদ নিবার্চনে কালো টাকা ছড়ানোর অভিযোগ

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমানের বিরুদ্ধে নিবার্চনে কালো টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল এমন অভিযোগ তুলেছেন।

শনিবার দুপুরে শহরের চকবাজার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে অবৈধ কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগও তোলা হয়।

এছাড়া হুমায়ুন কবীর রুমান বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সামনে উস্কানিমূলক উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও তুলেন সংবাদ সম্মেলনে।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান ।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।