Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / শেরপুর জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেরপুর জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

September 12, 2022 09:31:06 AM   জেলা প্রতিনিধি
শেরপুর জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

পাবনা হেযবুত তওহীদ কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে সুজন নামের এক তরুণ কর্মীকে খুন ও দশজনকে গুরুতর আহত করার বিচারের দাবিতে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারকে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর জেলা হেযবুত তওহীদ। আজ রবিবার সকালে হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মো. মোমিনুর রহমান পান্নার  নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা ও মানববন্ধন শেষে শেরপুর  জেলা প্রশাসক সাহেলা আক্তার  এর বরাবর স্মারকলিপি প্রদান করেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন,লুতফর রহমান সাদিক, সাধারণ সম্পাদক মোঃ সুমন, রাজনৈতিক সম্পাদকআতাউর কবির এনামুল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সভাপতি শেরপুর সদর  সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।