Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় হেযবুত তওহীদের গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় হেযবুত তওহীদের গণসংযোগ

September 17, 2022 11:48:39 PM   নিজস্ব প্রতিনিধি
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় হেযবুত তওহীদের গণসংযোগ

গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই ২৪ আগস্ট রাত আড়াইটায় সুজন শেখ নামে এক সদস্য মারা যান। সুজন হত্যার বিচারের দাবিতে  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গণসংযোগ করেছে নালিতাবাড়ী উপজেলা হেযবুত তওহীদ। আজ শনিবার সকালে হেযবুত তওহীদের নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ী শহরে এই গণসংযোগ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা হেযবুত তওহীদের সভাপতি রাতুল হাসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক নাজমুল হোসেন সহ নালিতাবাড়ী উপজেলার সকল নেতৃবৃন্দ।