
শেরপুর সংবাদদাতা:
শেরপুর পৌরসভার আয়োজনে শনিবার সকাল ১১টায় শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট থেকে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এসময় তিনি বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ও উপজেলায় এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বাড়ছে। এর থেকে শেরপুর জেলাও বাদ নেই। গত কয়েকদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেরপুর জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েক জন।
তিনি আরও বলেন, যেকোন বয়সের মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। সপ্তাহ ব্যাপী অভিযানে লিফলেট বিতরণ, মাইকিং, মশার ঔষধ ছিটানোসহ পৌর শহর বিভিন্ন পাড়া মহল্লা পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে এ কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা।
উদ্বোধনকালে সহকারি প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, প্যানেল মেয়র-৩ নাজমা বেগম, কাউন্সিলর মো. হাবিবুর রহমান, রহমত উল্ল্যাহ, মো. আব্দুস সাত্তার, স্মৃতি পারভীন, হুসনে আরো নাজমা, মো. ইদ্রিস আলী গেন্দাকুল, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েচ বজলুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক শাহজাদা খাঁন, ভ্যাকসিনেটর সুপারভাইজার ফারুক আহাম্মেদ, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য সভাপতি মো. রবিউল ইসলাম রতনসহ গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পৌর পরিষদের কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং ফকার মেশিনে মশক নিধনের ঔষধ ছিটানো হয়।