
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতালেবের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের গৃদানারায়নপুরস্থ সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসার সামনে থেকে মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতালেবে বাসার সামনে দিয়ে প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশিদের বাসা পর্যন্ত এ সড়কের নমাকরণ এর ফলক উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।
ফলক উন্মোচন শেষে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতলেব এবং ওই মহল্লার অধিবাসী প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশিদ, স্থানীয় প্রয়াত এমপি ডা. সেরাজুল হকসহ অন্যান্য প্রয়াত গণ্যমান্য ব্যক্তিবর্গের নামে দোয়া করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব এর পুত্রদের মধ্যে সাংবাদিক আবুল হাশিম, আবু বক্কর সিদ্দিক ফিলিপ, ও আবু সাইদ আশিষসহ পৌরসভার প্রকৌশলী মো. খোরশেদ আলম, শেরপুর চেম্বার অব কামার্সের পরিচালক নির্মল কুমার সাহা, এডভোকেট হরিদাস সাহা, প্রভাষক রুহুল হায়দার শামীম, প্রভাষক জীবন কুমার সাহা, সাংবাদিক রফিক মজিদ, আদুল মাহমুদ উজ্জল, কাজী মাসুম, উত্তম কুমার সাহা, গৌতম কুমার সাহা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।