Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপায় চুলার আগুনে পুড়ে ছাঁই ২টি বসতঘর, ৫ লাখ টাকার ক্ষতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপায় চুলার আগুনে পুড়ে ছাঁই ২টি বসতঘর, ৫ লাখ টাকার ক্ষতি

September 05, 2022 02:01:27 AM  
শৈলকুপায় চুলার আগুনে পুড়ে ছাঁই ২টি বসতঘর, ৫ লাখ টাকার ক্ষতি

শৈলকুপা সংবাদদাত, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২টি বসতঘর। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের বড় বাড়ি বগুড়া পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে শৈলকুপা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্থ ও স্থানীয়রা জানান।

জানা গেছে, আগুনে নগদ টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, স্বর্ণাংকার, ধানপাট, পেয়াজ রসুন, গম, হাঁস মুরগী, শিক্ষার্থীদের বইখাতা, স্কুল ড্রেস পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী হলো, মো. তাজমুল বিশ্বাস, তাদের গায়ে থাকা কাপড় ছাড়া অন্য কোনো সম্পদই উদ্ধার করতে পারেনি।

ক্ষতিগ্রস্থ এবং স্থানীয়রা জানান, আগুনে ২টি বাড়িতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন।