Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে হামলায় আহত ব্যক্তির মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

August 02, 2022 05:38:04 AM  
শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

শৈলকূপা সংবাদদাতা, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে  তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তিনি মারা যায়। নিহত জানিক গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী  জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও হত্যা মামলার আসামি ছিলেন।

তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে  হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন। নিহতের স্বজনরা জানায়, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এর কর্মী সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। বর্তমানে পুরাতন বাখরবাসহ আশপাশের গ্রামে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দলাদলির জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।