Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপায় বিএনপি অফিসে ভাংচুর ও ইট পাটেকল নিক্ষেপের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপায় বিএনপি অফিসে ভাংচুর ও ইট পাটেকল নিক্ষেপের অভিযোগ

August 27, 2022 03:32:46 AM  
শৈলকুপায় বিএনপি অফিসে ভাংচুর ও ইট পাটেকল নিক্ষেপের অভিযোগ

শৈলকূপা সংবাদদাতা, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির পার্টি অফিস ভাংচুর ও তছনছ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময়  পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটেকল নিক্ষেপ করা হয়। বৃহস্পতিবার সন্ধার পরপরই এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি ।

শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু জানায়, জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি-সোটা নিয়ে একদল যুবক আচমকা কবিরপুর পার্টি অফিসে হামলা চালায় । তারা অফিসের সমস্ত চেয়ার-টেবিল ভাংচুর ও তছনছ করে, ছিড়ে ফেলে অফিসের ব্যানার।

এদিকে পার্টি অফিস ভাংচুরের পরপরই কবিরপুরে পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ন বাবর ফিরোজ জানান, কবিরপুরে তার শ্বশুর বাড়ী সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। অফিসের সকল আসবাবপত্র ও চেয়ার টেবিল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাড়ীতেও হামলা করে জানালা দরজা ভাংচুর করেছে হামলাকারীরা। শতাধিক লোকজন মোটরসাইকেল যোগে এসে অতর্কিত এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি কেউ।