Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০০ পরিবার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০০ পরিবার

July 22, 2022 07:06:15 AM  
শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০০ পরিবার

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে  উপজেলায় অস্বচ্ছল ভূমিহীন-গৃহহীন ২০০পরিবারের মাঝে সরকারী ঘর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১জুলাই) সকালে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভুমিহীন ও গৃহহীনদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মোহিতুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান প্রমূখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০০পরিবারকে ২শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়ায় ১২০টি, প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামে ২৩টি, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ২২টি ও শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ৩৫টি ভূমিহীন পরিবারকে এ ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগে আপ্লূত। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।