
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০) এর সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মাহবুব এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে শ্রীপুর উপজেলার জিনাত সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবে কার্যালয়ে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। পরে শ্রীপুরে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।