Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

July 29, 2022 07:23:17 AM  
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর  উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের এর মাননীয় জাতীয় সংসদ সদস্য মুহাম্মদ  ইকবাল হোসেন সবুজ।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,  শ্রীপুর মডেল  থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।