Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে শাহবাগ অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে শাহবাগ অবরোধ

September 13, 2024 07:47:04 PM   অনলাইন ডেস্ক
সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে শাহবাগ অবরোধ

 

দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষীদের বিচারসহ ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু সম্প্রদায়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে তাঁরা এ অবরোধ শুরু করেন, যা যান চলাচল বন্ধ করে দেয় এবং শহরে যানজটের সৃষ্টি হয়।

শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ে এই আন্দোলন করা হচ্ছে। দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি না পেয়ে তাঁরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন।

আট দফা দাবি- সংখ্যালঘুদের ওপর হামলার দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার; ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা; সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন; সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা; বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা; দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন; দুর্গাপূজায় পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করা।

এদিকে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের দাবি জানান।