Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান ও শেখ হাসিনার বিচারের দাবি মির্জা ফখরুলের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান ও শেখ হাসিনার বিচারের দাবি মির্জা ফখরুলের

September 19, 2024 09:16:01 PM   উপজেলা প্রতিনিধি
সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান ও শেখ হাসিনার বিচারের দাবি মির্জা ফখরুলের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশাল জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের আমানত, এবং তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলার ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আয়োজিত এই জনসভায় ফখরুল বলেন, "আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীসহ সবাই মিলেমিশে বাস করবে। বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানাই—আপনারা জনগণের কাছে প্রিয় হন, কারো উপর অন্যায় অত্যাচার করবেন না।"

মির্জা ফখরুল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। হাজারো মানুষকে খুন ও নির্যাতন করেছেন তিনি। এখন মুক্ত স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে হবে।"

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু সামনে নির্বাচন হবে এবং জনগণ এবার স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবাই ভালো ও নিরপেক্ষ মানুষ, যারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।

সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে ফখরুল বলেন, "সামনে দুর্গাপূজা আসছে, হিন্দু ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।"

তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন, "আমরা ভালোভাবে থাকতে চাই, তবে অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করবো।"

এসময় পীরগঞ্জ বিএনপি সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য জেডএ মর্তুজা তুলা, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।