Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংঘর্ষে উত্তাল রাজধানী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংঘর্ষে উত্তাল রাজধানী

August 04, 2024 01:53:41 PM   অনলাইন ডেস্ক
সংঘর্ষে উত্তাল রাজধানী

 

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে উত্তাল রাজধানী। ঢাকার বেশ কয়েকটি স্থানে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। বিভিন্ন স্থানে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এসব সংঘর্ষ চলছে এখনও। রাজধানীসহ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশব্যাপী।

রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

মিরপুরের হোপ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উত্তরায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এছাড়াও শাহবাগ, মিরপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়িসহ রাজধানীজুড়ে মুখোমুখি অবস্থান করছে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।