
নালিতাবাড়ি প্রতিনিধি, শেরপুর:
সেচ সংকটে অনিশ্চিত হয়ে পরেছে প্রায় ৩০০ একর জমি চাষাবাদ। এতে করে হতাশায় ভুগছেন নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপারা এবং রুপাকুড়ার কৃষকরা।
এলাকার প্রান্তিক কৃষকরা জানায়, নয়াবিল ইউনিয়নের দুদুয়ার খালের পানি আটকিয়ে প্রতি বছর সেই খালের পানি দিয়েই কৃষকরা তাদের চাষ আবাদ করে আসতো। পাহাড়ি ঝুরার পানি উজানি কৃষকরা বাধ নির্মাণ করে পানি আটকিয়ে রাখার কারনে ভাটিতে পানি শুন্য হয়ে পরে। এতে করে প্রায় ৩০০ একর জমি পানি সংকটের কারণে ফসল চাষে অনিশ্চিত হয়ে পরেছে। কিছু জমি আবাদ করলেও পানি সংকটের কারণে মাটি ফেটে গিয়ে ধান গাছ শুকিয়ে যাচ্ছে।
বিএডিসির সেচ পাম্প দিয়ে যদি দুদুয়ার খালে পানি দিয়ে ভরাট করে দেওয়া হয় তাহলে প্রায় ১০০ কৃষকের হতাশা কেটে যাবে। না হয় ফসল ফলাতে পারবে না ওই এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি খুব দ্রুত বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে দুদুয়ার খাল পানি দিয়ে যেন ভরাট করে দেয়।
বিএডিসির উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কৃষকরা আমাকে জানায় নি। তবে আমি পানি সংকট এলাকা পরিদর্শন করে খুব দ্রুত এর ব্যবস্থা নিব।