
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহাঙ্গীর হোসেন জসিম (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীর হোসেন জসিম ‘দৈনিক গণমুক্তি’র ফরিদপুর ব্যুরো প্রধান, দৈনিক দেশেরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোয়ালমারী পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ময়না উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই মোটরসাইকেল আরোহী সোতাসী গ্রামের নান্নু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (৩২) আহত হয়েছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেল করে সাংবাদিক জসিম ও লাবনী দুইজন ময়না গ্রাম থেকে বোয়ালমারীতে ফিরছিলেন। এ সময় ময়না বাজার এলাকার ময়না উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই পড়ে যান। এতে ঘটনাস্থলেই জসিম মারা যান। আহত লাবনীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক জসিম নিহত হয়েছেন। লাবনী বিশ্বাস নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন।