
বরগুনার আমতলীতে সাতটি দুধের বাচ্চা রেখে হারিয়ে গেছে একটি পার্সিয়ান বিড়াল। পোষা প্রাণীটির সন্ধানে শহরজুড়ে মাইকিং করেছেন এর মালিক মোঃ সানাউল্লাহ নামে এক যুবক। মা বিড়ালটি ফিরে না এলে বাচ্চাগুলো বাঁচানো কঠিন হবে, এই মানবিক উদ্বেগ থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
মোঃ সানাউল্লাহ জানান, তিনি প্রায় দেড় বছর ধরে বিড়ালটিকে আদরযত্নে লালনপালন করছিলেন। গত শনিবার দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকায় তাদের বাসা থেকে বিড়ালটি বের হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাতে সেটি বাড়ি না ফেরায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে মা ছাড়া ছোট সাতটি বাচ্চার ভবিষ্যৎ চিন্তা তাকে বেশি ভাবিয়ে তোলে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সানাউল্লাহ শহরের বিভিন্ন অলিগলিতে মাইকিং শুরু করেন। মাইকে তিনি জানান, এম স্কুল সংলগ্ন এলাকা থেকে তার সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি হারিয়ে গেছে, যার সাতটি ছোট বাচ্চা রয়েছে। মা বিড়ালটিকে খুঁজে না পেলে বাচ্চাগুলোর জীবন সংকটে পড়বে উল্লেখ করে তিনি সন্ধানদাতাকে তার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
পোষা বিড়ালের জন্য এই অভিনব সন্ধান প্রচার শুনে শহরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে কৌতুহলের সাথে দেখছেন, আবার অনেকে ফোন করে হাস্যরসও করছেন বলে জানা গেছে। তবে সানাউল্লাহ জানান, মাতৃহীন বাচ্চাগুলোর জীবন বাঁচানোর তাগিদেই তিনি লোকলজ্জা বা পরিহাসের ভয় উপেক্ষা করে মাইকিং করছেন।
তিনি বলেন, "অনেকক্ষণ ধরে বিড়ালটি নেই, আমার সন্দেহ হচ্ছে কেউ হয়তো ধরে আটকে রেখেছে। মা ছাড়া বাচ্চাগুলো বাঁচবে না। তাই দ্রুত সন্ধান পাওয়ার জন্য মাইকিং করছি।" তিনি বিড়ালটির সন্ধানে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।