Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ নিহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ নিহত ৩

April 24, 2023 08:51:46 PM   দেশজুড়ে ডেস্ক
সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ নিহত ৩

কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কলারোয়ার পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত নয়টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারী (৫৫), তার ছেলে রেজোয়ান আহমেদ (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন মাহমুদুর রহমান। তিনি বকচরা এলাকায় পৌঁছালে দ্রুত গতির আরো দুটি মোটরসাইকেলের একত্রে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল বারী ঘটনাস্থলেই নিহত হন।

আর তার ছেলে রেজোয়ানকে অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কবলে পড়া মাহমুদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া,আরো দু'জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।