Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সেনবাগে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আবদুল মান্নানের মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেনবাগে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আবদুল মান্নানের মতবিনিময় সভা

March 02, 2025 07:30:02 PM   উপজেলা প্রতিনিধি
সেনবাগে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আবদুল মান্নানের মতবিনিময় সভা

নোয়াখালী সেনবাগ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল মান্নান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে সেনবাগ উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন। তিনি তার রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এডভোকেট আজিজুর রহমান মিশুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফ উল্যাহ মাসুদ, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম টিপু।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবদুল মান্নান সাংবাদিকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে যুগে যুগে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে ২৪শে বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা ছিল অনন্য। ক্যামেরার পিছনে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কাজ দেশের জন্য অবদান রেখেছে। সংবাদ মাধ্যমই হচ্ছে সত্য ও নির্ভুল তথ্য তুলে ধরা এবং প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম।”

তিনি আরও বলেন, “বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করেছে এবং দেশের অবস্থা খারাপ করে ফেলেছে। সেই সময় আমরা কোনও সভা করতে পারিনি, তবে আমাদের দলীয় কার্যক্রম থেমে থাকেনি। আমাদের নেতা কর্মীরা কারাবরণ করেছেন এবং জেলও কাটতে হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই।”

তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করে বলেন, “আপনাদের সহযোগিতায় আমি সমাজের উন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই, কারণ সাংবাদিকদের ভূমিকা সমাজ পরিবর্তনে অনস্বীকার্য।”

এতে আরও উপস্থিত ছিলেন ৯নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আহাম্মদ, ইউপি সদস্য ও যুবদল নেতা মোহাম্মদ মামুন মেম্বার, অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন ভাসানী, যুবদল নেতা আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, জহির, সাত্তার, সুমন, জুয়েল, শিকদার, জীবন, রিপন সহ সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।