
ঢাকার মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরা ডাকাতদল একটি বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানিয়েছেন, ডাকাতদল মুখে মাস্ক পরে সেনাবাহিনীর পোশাক পরে ছিল, যা দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা আবু বকরের ফ্ল্যাটে প্রবেশ করে এবং অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো তছনছ করে।
আবু বকর বলেন, “তারা বলেছে, আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে এসেছেন। তারা তছনছ করে ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।”
ঘটনাস্থল পরিদর্শন করে মোহাম্মদপুর থানার ওসি জানান, ডাকাত দলের সঙ্গে একটি বড় অস্ত্রের মতো কিছু ছিল, যা রাইফেলের মতো দেখাচ্ছিল। পুলিশ সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।