
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নে সোনারগাঁ থানার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের আমবাগ ও নোয়াগাও শেখকান্দী এলাকা থেকে তাদের আটক করা হয়।
অফিসার ইনচার্জ মো. জাকির রাব্বানীর নেতৃত্বে ও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র এএসআই শাহিন আলম, এএসআই ইলিয়াসসহ পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান চালায়।
অফিসার ইনচার্জ মো. জাকির রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ও রবিবার সকালে অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের আমবাগ ও নোয়াগাও শেখকান্দী এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এসময় তাদের থেকে ৬ বোতল বিদেশি মদ ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- মো. মোবারক পিতা, মো. হাসান, রাজিয়া সুলতানা (২৭) ও মোঃ সাদেক (৪৬)।
আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অফিসার ইনচার্জ মো. জাকির রাব্বানী।