
স্টাফ রিপোর্টার:
সাপ্তাহিক জয়যাত্রার ৪৩ বছর পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা, জয়যাত্রা পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় মেট্রো লাউঞ্জ রেস্তোঁরায় এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় জয়যাত্রা পরিবার।
সাপ্তাহিক জয়যাত্রার উপদেষ্টা সম্পাদক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামুল কবির।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু জাফর সূর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, সাপ্তাহিক জয়যাত্রার প্রকাশক আহমেদ মির্জা কবির, সাপ্তাহিক জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আকন্দ, দিন প্রতিদিনের সম্পাদক এএসএম নজিবুল হক, রিপোর্টার্স ক্লাব ঢাকা এর সভাপতি জাকির হোসেন মাঝি, একাত্তর টিভির সাংবাদিক নাদিয়া শারমিন, নিউজ এডিটর গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানে সাপ্তাহিক জয়যাত্রার প্রকাশক আনুষ্ঠানিকভাবে জয়যাত্রা পত্রিকার সকল দায়-দায়িত্ব ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আকন্দ এর উপর অর্পণের ঘোষণা দেন।
নান্দনিকতায় বিশেষ অবদানের জন্য সাদিয়া মির্জা বিউটিকে সাপ্তাহিক জয়জাত্রা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।