Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাবেক যুবলীগ নেতা ‘বোমা জলিল’ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাবেক যুবলীগ নেতা ‘বোমা জলিল’ গ্রেফতার

November 03, 2024 07:20:20 PM   স্টাফ রিপোর্টার
সাবেক যুবলীগ নেতা ‘বোমা জলিল’ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণসহ হত্যাকাণ্ডের মামলায় শরিয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবর ওরফে বোমা জলিলকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। রবিবার (০৩ নভেম্বর) সকালে নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১০ এর ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগ থানাধীন আলপনা টাওয়ার এলাকা থেকে জলিল মাদবরকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আক্রমণ চালানো হয়। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণসহ গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন আহত ও নিহত হন। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-৫৪)।

মামলার বিষয়ে জানার পর থেকে জলিল মাদবর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় শাহবাগে অবস্থানরত জলিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, “র‍্যাব-১০ জলিল মাদবরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। রবিবার সকালে তাকে ৫ আগস্টের ঘটনায় যাত্রাবাড়ী থানার ৫৪ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে।”

শরিয়তপুরের জাজিরা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জলিল মাদবরের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি, মাদকসহ অন্তত ৪৩টি মামলা রয়েছে। কিছু মামলায় তিনি অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় এখনও পলাতক আসামি।