Date: May 18, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / স্বেচ্ছায় আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাংকার রাজু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বেচ্ছায় আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাংকার রাজু!

January 13, 2024 08:06:48 PM   উপজেলা প্রতিনিধি
স্বেচ্ছায় আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাংকার রাজু!

ভেড়ামারা  প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার পূবালী ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদ রাজু গত ২২ দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তাকে তার বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। তিনি কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে মৃত ইয়াসিন আলীর পুত্র।

এদিকে ঘঠনার ২২ দিন পর গত শুক্রবার রাত ৮টার সময় মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে খুলনার এশিয়া হোটেল থেকে পুলিশ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। তিনি স্বেচ্ছায় নিরুদ্দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ।

তার স্ত্রী রায়হানা পারভীন জানান, চাকরির সুবাদে তারা কুমারখালীতে ভাড়া বাসায় থাকতেন। রাজীবের পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায়। তার বাবা মৃত ইয়াসিন আলী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে রাজীব সবার ছোট। পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় তিনি গত বছরের জানুয়ারিতে বদলি হন। ২২ ডিসেম্বর ছিল শুক্রবার। পরিবারের সব সদস্য বাসায় ছিলেন। এদিন কাউকে কিছু না বলে সকাল ৯টার দিকে বাসার নিচে যান রাজীব। বেলা গড়িয়ে দুপুর হয়ে এলে রায়হানা স্বামীর মোবাইলে কল দেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়, এরপর আর নাম্বারটি খোলা পাওয়া যায়নি।

জানা যায়, নিখোঁজের এক পর্যায়ে তার পরিবার এবং স্বজনেরা চরম উদ্বিগ্ন হয়ে পড়ে। সংবাদপত্রে এ বিষয়ে নিখোঁজ সংবাদ প্রকাশ করেন তারা। এছাড়াও পুলিশের সহযোগিতা কামনা করে এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু ঘটনার এক সপ্তাহ দুই সপ্তাহ কাল অতিক্রম হয়ে যাবার পরও নিখোঁজ কর্মকর্তার কোন হদিস না মেলায় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জেলা শহরে মানববন্ধন করা হয়।

এদিকে কুমারখালী থানার তৎপরতার এক পর্যায়ে ২২ দিন পর গত ১২ জানুয়ারি শুক্রবার রাত আটটার সময় মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে খুলনার এশিয়া হোটেল থেকে পুলিশ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। জানা যায়, রাজু তার মোবাইল ফোন বন্ধ করে ইচ্ছাকৃতভাবে নিরুদ্দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আকিবুল ইসলাম জানান, নিখোঁজ রাজু সে মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ভিকটিমকে উদ্ধারের পর পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা ও তার সাথে কথা বলে জানা যায় মানসিক উদ্বিগ্নতার কারণে তার মনের মধ্যে এক সময় আত্মহত্যার প্রবণতাও সঞ্চারিত হয়েছিল। উদ্ধার করে উক্ত ব্যাংক কর্মকর্তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।