
শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সোহাগ খান সুজনসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা নতুন কিছু নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
তারা আরও বলেন, “দিনদুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, তা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। যদি এমন ঝুঁকি নিয়েই সাংবাদিকতা করতে হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ এ পেশায় আসতে চাইবে না।”
সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে আল্টিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কিছুদিন আগে শরীয়তপুর সদর হাসপাতালে এক চিকিৎসক মুমূর্ষু রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলার ঘটনায় সংবাদ প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ক্ষুব্ধ হন এবং গত রবিবার (২ ফেব্রুয়ারি) তার সঙ্গে বাকবিতণ্ডা হয়।
এরই জেরে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সোহাগ খান সুজন তার ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসী নুরুজ্জামান শেখ ও তার ভাই শামীম শেখসহ ১০-১২ জন অজ্ঞাত হামলাকারী তাকে ছুরি ও হাতুড়ি দিয়ে আক্রমণ করে।
এসময় তাকে বাঁচাতে গেলে নিউজ২৪-এর প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশকেও মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।