Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা

April 22, 2025 08:07:04 PM   অনলাইন ডেস্ক
স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা

স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫)-এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

রবিবার (২০ এপ্রিল) খাগড়াছড়ি সদর মডেল থানায় তিনি এই জিডি করেন। এতে জিরুনা ত্রিপুরা উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একমাত্র ছেলে কাহাম।

জিডিতে তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর অফিসিয়াল কার্যক্রম নিয়ে তার স্বামী বিভিন্ন সময় তাকে গালমন্দ করেন এবং সাংসারিক জীবনে অস্থিরতা সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, রেভিলিয়াম রোয়াজা তাকে হত্যার হুমকি দেন এবং বলেন, স্ত্রীকে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করে তাকে ফাঁসাবেন।

এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

রেভিলিয়াম রোয়াজার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার স্বামীর বিরুদ্ধে জিডি করেছেন -এ তথ্য থানায় নথিভুক্ত হয়েছে।