
আজিজুল ইসলাম স্টাফ রিপোর্টার
পিরোজপুরের স্বরূপকাঠি থানা কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে "রোজা তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বরুপকাঠী থানা কল্যাণ সমিতি-ঢাকার উপদেষ্টা ও সাবেক সচিব এম শামসুল হক, প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মান্নান, স্বরূপকাঠি থানা কল্যাণ সমিতি ঢাকা এর সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন পিয়াস, সিনিয়র সদস্য সেলিমুজ্জামান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কৃষিবি মোঃ সিরাজুন্নবী মামুন সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ, সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ শাহিন, সহ-সভাপতি জিয়াউল আহসান স্বপন, সাংগঠনিক সম্পাদক সেলিম কবির প্রমুখ।